তারা মৃর্তু না......
লিখেছেন লিখেছেন shaidur rahman siddik ১১ এপ্রিল, ২০১৫, ০৩:৩০:৪৯ দুপুর
প্রতিদিন প্রতিটি মহুর্তেই দুনিয়া থেকে ঝরে যাচ্ছে নিঃস্পাপ মনের প্রানীগুলি। হত্যা করতেছে হিংস্র জায়াররা।
হিংস্র সিংহের কাছে মৃর্তুর স্বিকার হচ্ছে সুন্দর সুন্দর মায়াবী হরিণগুলি। হিংস্র হাতীর পায়ের নিচে পিষ্ট হয়ে যাচ্ছে নিঃস্পাপ পিপিলিকার দল।
বিষাক্ত সাপের কামড়ে চলে যাচ্ছে নিঃস্পাপ ছোট শিশু থেকে শুরু করে অনেক নির্দশ প্রানীর প্রান।
হত্যা হচ্ছে হিংস্র মানুষের হাতে নিঃস্পাপ পথচারী, হিংস্র মানব নামের দানবের হচ্ছে কোন মায়ের আদরের সন্তান বা কোন ছেলে মেয়েদের বাবা মা।
প্রতিনিয়তই চলছে এই নিকৃষ্ট কাজ গুলি। আপনি দিনে কতটা বা কতজনের খবর নিতে পারেন। আপনার চোখে অন্তরালে বা মনের অন্তরালেই হচ্ছে এসব। যেমন হয়ে এসেছিল শহীদ কাদের মোল্লা স্যারের ফাসির সময়।
....আল্লাহ তায়ালার হুকুমের বিপরীতে গাছের পাতাও ধসে পরে না।
সৎ ব্যক্তিকে আল্লাহ তায়ালা খুশি রাখতে যেমন চেষ্টা করেন, ঠিক তদ্রুপ অসৎ বা নিকৃষ্টি ব্যক্তিকেও তাদের মনের আনুসাংগিকতার দিকেও খেয়াল রাখেন।
বিচার একদিন হবেই --সেই দিন সত্য ও মিথ্যার প্রমান একবিন্দুও ভেজালযুক্ত হবে না।
সেই দিনটিই হলো হাশরের ময়দান...
সেদিন কাদের মোল্লা কি করেছিল কামরুজ্জামান কি করেছিল আর বাকশালিরাই বা কি করেছিল.... তার প্রসান কড়ায় গোন্ডায় হবে।
সেদিন প্রকৃত খুনিদের চিন্হিত করে বিচার তিনিই করবেন।
আর কখনোই মনে করি না, তাদের ফাসির কারনে মৃর্তু হলো.....
অাল্লাহ তায়ালা বলেছেন....
-যারা অাল্লাহর রাস্তায় নিহত হয়
তাদেরকে মৃত বলনা বরং তারা জীবিত
,কিন্তু তোমরা অনুভব করতে পারনা। -- সুরা অাল বাকারা(১৫৪)
বিষয়: বিবিধ
১১৩০ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ভাই আল্লাহ আপনাকে জাজা দান করুক
যাদের রক্তের দাম কাবার চাইতেও বেশি।
মন্তব্য করতে লগইন করুন